× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুবলির সঙ্গে সংসার ভাঙার ইঙ্গিত দিলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২২, ০৮:৪১ এএম । আপডেটঃ ২৬ অক্টোবর ২০২২, ০৮:৪৭ এএম

চলতি মাস ধরে গুঞ্জন, অপু বিশ্বাসের মতো শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের। এ নিয়ে অভিনেতা এতদিন চুপই ছিলেন। অবশেষে আকারে ইঙ্গিতে স্পষ্ট করে দিলেন যে, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাদের বিচ্ছেদ হয়েছে।

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে বিচ্ছেদের প্রশ্নে শাকিব খানের জবাব, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কী নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভান করে, আমি সময়মতো তা সবাইকে বুঝিয়ে দেব।’

ছোট ছেলে শেহজাদ খান বীরের কথা উল্লেখ করে শাকিব খান বলেন, ‘অনেক সত্য চাইলেই বাচ্চাটার স্বার্থে প্রকাশ করতে পারি না। কারণ, বীর বড় হচ্ছে, আমি চাই না আগামীতে তার মনে এ নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক।’

এর পরই সংসার ভাঙার ইঙ্গিত দেন কিং খান। বলেন, ‘আমার অপছন্দের কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কী তাদের (অপু-বুবলী) সঙ্গে সম্পর্ক রাখা যায়? আমার সঙ্গে তাদের বিয়ে ও সন্তান নিয়ে তাদের মনে যখন এমনই উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না? আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি।’

কিং খানের প্রশ্ন, ‘প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কি তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।’

অভিনেতা বলেন, ‘মানুষ কি দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! তাদের তো এমনিতেই বোঝা উচিত এই দূরত্বের কথা। ৯ মাস আগে সে (বুবলী) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার। এর মানেটা কি জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে?’

কিন্তু বিয়ে আর বাবা হওয়ার কথা কেন গোপন করেছিলেন ঢালিউড সুপারস্টার? শাকিব খান দাবি করেন, ‘আমার ইচ্ছা ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি।’

সোশ্যাল মিডিয়ায় নায়কের এই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর প্রশ্ন উঠেছে, অপু বিশ্বাসের সঙ্গে আট বছরের বেশি সময় সংসার করেছেন শাকিব খান, বুবলীর সঙ্গে করেছেন তিন বছরের বেশি। আরও কত বছর গেলে শাকিব খানের সময় হতো, আর কবে তিনি বিয়ে ও সন্তানদের কথা প্রকাশ করতেন?

প্রসঙ্গত, ২০০৮ সালে নিজের ৭০টিরও বেশি ছবির নায়িকা অপু বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন শাকিব খান। গোপন রাখেন সে খবর। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির সন্তান আব্রাম খান জয়ের। গোপন ছিল সে খবরও। অবশেষে ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু ফাঁস করেন অপু বিশ্বাস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.