মুক্তির প্রথম দিনেই বাজিমাত করলো মিজানুর রহমান মিজান পরিচালিত অ্যাকশনধারার চলচ্চিত্র ‘রাগী’। ছবিটি সারাদেশের ২৮টি প্রেক্ষাগৃহ একযোগে মুক্তি পায়।
শুক্রবার মর্নিংশোতে সবগুলো প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া উপস্থিতি ও ছবি দেখার পর তাদের উন্মাদনার মধ্য দিয়ে ছবিটির সফলতার গল্প শুরু হয়।
আমন্ত্রিত সাংবাদিক, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে রাজধানীর তিনটি সিনেমাহলে ছবি দেখেন ‘রাগী’ ছবির টিম।
প্রথমে রাজধানীর মতিঝিলের অভিজাত সিনেমাহল এরপর পুরান ঢাকার ইংলিশ রোডের চিত্রামহল ও জিঞ্জিরার নিউ গুলশান হল ভিজিট করে ‘রাগী’র টিম। রোমান্টিক অ্যাকশনধারার ছায়াছবি নিয়ে এদেশীয় দর্শকরা বরাবরই আগ্রহী থাকে। আর প্রতিটি সিনেমাহলে দর্শকদের মাত্রাতিরিক্ত উপস্থিতি সেটা নতুন করে আবারও প্রমাণ পাওয়া গেলো।
ছবিটিতে ভিলেন হিসেবে মুনমুনের অভিনয় প্রশংসার দাবি রাখে। এছাড়া আবীর চৌধুরীর অভিনয়ও ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর নির্মাণের প্রতিটি ফ্রেমে দক্ষতা ও মুন্সীয়ানার ছাপ রেখেছেন পরিচালক মিজানুর রহমান মিজান।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবীর চৌধুরী, আঁচল, মুনমুন, মৌমিতা মৌ, ববি, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, মারুফ আকিব, শতাব্দী ওয়াদুদ, সনি রহমান প্রমুখ।
আরও পড়ুন
দেশের ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’