× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

আহমেদ সাব্বির রোমিও

১৪ অক্টোবর ২০২২, ০৪:৩৫ এএম । আপডেটঃ ১৪ অক্টোবর ২০২২, ০৫:১২ এএম

চিত্রনায়ক আবির চৌধুরীর অ্যাকশান, আবেদনময়ী আঁচলের রোমান্স, মৌমিতার লাস্যময়ী অভিনয়। সঙ্গে যুক্ত হয়েছে তারকা অভিনেত্রী মুনমুনের চোখ ধাঁধাঁনো খল অভিনয়। সব মিলিয়ে প্রেক্ষাগৃহ মালিকরা ‘রাগী’কে দিয়েছে ফুল অ্যাকশান সিনেমার তকমা। 

চমৎকার গল্পে টানটান উত্তেজনায় ভরপুর ‘রাগী’ শুক্রবার মহাসমারোহে মুক্তি পেয়েছে। 

ঢাকার অভিজাত মধুমিতাসহ চিত্রামহল, নিউ গুলশান, বিজিবি, আনন্দ (ঢাকা), গীত, নিউ মেট্রো, চাঁদ মহল, সেনা, চন্দ্রিমা, ঝুমুর, মধুবন সিনেপ্লেক্স, শাপলা, মর্ডান, চিত্রালী, বিজিবি (সিলেট), মালঞ্চ, রাজিয়া, মনিকা, আনন্দ সিনেপ্লেক্স, পান্না, অভিরূচি, পূর্বাশা, স্বপ্নপুরীসহ সারা দেশে মোট ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মধুমিতায় দর্শকের সঙ্গে সিনেমা উপভোগ করেন রাগী কলাকুশলীবৃন্দ- এমন তথ্য দিয়েছেন ছবিটির পরিচালক মিজানুর রহমান মিজান। 

তিনি বলেন, আবির, আঁচল, মৌমিতা, শাকিল আহমেদ, মারুফ আকিব, মুনমুনসহ সকলেই আমরা তিনটায় মধুমিতায় ছবিটি দেখেছি। এরপর পুরান ঢাকার চিত্রামহল, লায়ন সিনেমাস ও নিউ গুলশান সিনেমা হলে যাই।

পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, দর্শক আগ্রহের কাছে কোনো ষড়যন্ত্রই কিছু না। আমরা আশা করি সাংবাদিক ভাই ও বাংলা সিনেমার সম্মানিত দর্শকের সহযোগিতা নিয়ে আমার সব কিছু মোকাবিলা করবো। এ পর্যন্ত আমার কাছে প্রাপ্ত খবর সারা দেশে অন্তত আরও ২০টি হলে রাগীর চাহিদা ছিলো। কিন্তু আমরা চেয়েছি দর্শক আগ্রহের ওপর ছেড়ে দিতে। তারা চাইলেই ইনশাল্লাহ দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে। সে জন্য আমাদের প্রস্তুতিও রয়েছে।

পরিচালক আরও জানান, রাগী সিনেমায় প্রথমবারের মতো খলচরিত্রে দেখা যাবে অ্যাকশন লেডি মুনমুনকে। অপরদিকে লম্বা বিরতি দিয়ে ফিরছেন হার্টথ্রুব আঁচল। 

আবির, মুনমুন, আঁচল ছাড়াও মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখকে ঘিরে ‘রাগী’ সিনেমার গল্প এগিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.