× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢালিউডের সিনেমায় গাইবেন জোজো-তাজুল

বিনোদন প্রতিবেদক

১০ অক্টোবর ২০২২, ০৭:২৭ এএম

চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু পরিচালিত ‘পূর্ণিমার চাঁদ’ চলচ্চিত্রে  ‘তোর রূপের ঝলকে’ গানটি ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জোজো এবং বাংলাদেশের কণ্ঠশিল্পী তাজুল ইসলাম। 

গানটির লেখা ও সুর করেছেন কণ্ঠশিল্পী তাজুল ইসলাম। ইতোমধ্যে ভারতে গানটির রেকোর্ডিং সম্পন্ন হয়েছে।

কণ্ঠশিল্পী জোজো মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গান গাইলাম তাজুল দাদার সাথে। আশাকরি বাংলাদেশের দর্শকরা গানটি উপভোগ করবেন।

কণ্ঠশিল্পী তাজুল বলেন, পরিচালক মিঠু ভাইয়ের চাহিদা অনুসারে সবকিছু ঠিক থাকলে অলকা ইয়াগনী ও কুমার সানুর সাথে আমার গাওয়া গানও এই এই ছবিতে দর্শকরা দেখতে পারবেন।

পরিচালক মনির হোসেন মিঠু বলেন, গানটি নিয়ে আমরা আশাবাদী। আশা করি দর্শকজনপ্রিয়তা পাবে গানটি। 

সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে আমরা আশা করছি এ মাসের শেষে অথবা আগামী মাসের সামনে সপ্তাহে গানটির স্যুটিং করবো রাঙামাটি,

কক্সবাজার এবং বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে।  

‘পূর্ণিমার চাঁদ’ চলচ্চিত্রের এই গানের দৃশ্যে অভিনয় করবেন নবাগত চিত্রনায়ক রিয়েল ও নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম।

গতকাল সোমবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিচালক ও ডিওপি আসাদুজ্জামান আজাদ এবং সিনিয়র সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.