× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘এদেশেই নির্মিত হবে দক্ষিণ ভারতের ছবি’

আহমেদ সাব্বির রোমিও

০৫ অক্টোবর ২০২২, ০৫:৫৮ এএম

দক্ষিণ ভারতের ছবি এবার এদেশেই নির্মিত হবে বলে জানিয়েছে ‘রাগী’র মিট দ্যা প্রেসের বক্তারা। প্রায় এক দশক পর ভিন্ন লুকে পর্দায় ফিরে এ কথা বলেছেন ‘রাগী’ ছবির নায়ক আবির চৌধুরী। 

তিনি গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা শুটিং ক্লাবে ১৪ অক্টোবর ‘রাগী’ ছবির মুক্তিকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

ঠিক একই কথা বললেন, শিল্পী সাধারণ সম্পাদক নিপুণ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালক, প্রদর্শক, চিত্রকর্মীসহ ‘রাগী’ ছবির পুরো টিম। 

ছবিটি পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। ছবিটির ট্রেলার, টিজার, পোস্টার ও গান দেখার পর প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু ছবিটির নায়ক আবির চৌধুরীকে দক্ষিণ ভারতীয় ছবি ‘পুষ্পা’র আল্লু অর্জুনের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন। 

তার জবাবে আবির চৌধুরী বলেন, দর্শক যদি আমাদের ছবি দেখে এবং আমরা যদি আমাদের লগ্নী উঠিয়ে আনতে পারি তাহলে এদেশের দর্শককে দক্ষিণ ভারতের ছবির দিকে তাকাতে হবে না। সে চাহিদা আমরা পূরণ করতে পারব।

তিনি সিনেমা হলে গিয়ে রাগী ছবিটি দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান জানান। তাহলে দর্শক তার কথার সত্যতা খুঁজে পাবেন।

এসময় নায়িকা মুনমুন বলেন, দর্শকরা এবার আমাকে অন্যরুপে দেখবেন। আমি আশাবাদী দর্শকরা আমার এই টার্নিংটা উপভোগ করবেন।

নায়িকা মৌমিতা বলেন, ছবিতে এতো অ্যাকশন ছিলো, ফাইট করতে করতে আমাদের শরীর ব্যথা হয়ে গিয়েছিলো। আমরা তো মনে করেছিলাম। এই ছবিতে হয়তোবা নায়ক-নায়িকার গানই থাকবে না!  

অনুষ্ঠানে ছবির নায়িকা আচল বলেন, আমাদের দেশে নায়ক বলতে চকোলেট বয়ের মতো হবে, এমন একটি ধারণা প্রতিষ্ঠিত আছে। নায়ক আবির চৌধুরী সেটাকে ভুল প্রমাণ করেছে। 

শিল্পী সাধারণ সম্পাদক নিপুণ বলেন, আবির আমার সঙ্গে ‘তুমি আসবে কবে’ এবং ‘বাপ বড় না শ্বশুড় বড়’ ছবিতে কাজ করেছেন। কিন্তু সেই আবির আর ‘রাগী’ ছবির আবির একেবারেই ভিন্ন অভিনেতা। তার অ্যাকশন সাউথের সঙ্গে তুলনীয় হতে পারে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.