বর্তমানে টেলিভিশন নাটকের এই প্রজন্মের অন্যতম ব্যাস্ত অভিনেত্রী মানসী প্রকৃতি। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে ইতোমধ্যেই দর্শকের নজর কেড়েছেন তিনি।
একেরপর এক কাজের মাধ্যমে তিনি মাতিয়ে রাখছেন দর্শকদের। সম্প্রতি অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য এশিয়ান স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন এই গুণী অভিনেত্রী।
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রখ্যাত সুরকার শেখ সাদি খানের হাত থেকে মানসী প্রকৃতি এই সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননা পাওয়ার পরে অনুভূতি কেমন? জানতে চাইলে গতকাল শুক্রবার এই প্রতিবেদককের সাথে মুঠোফোনে আলাপকালে মানসী প্রকৃতি বলেন, ‘সন্মাননা প্রতিটি শিল্পীর জন্যেই সম্মানের। সম্মাননা কাজের গতি এবং কাজের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয়।’
মানসী প্রকৃতি বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি দর্শকদের আনন্দ দেয়ার জন্য। দর্শকের সাড়া পেয়ে আমি আরো বেশি চেষ্টা করেছি। তবে সবার প্রসংশা পেয়ে আমি ধন্য। সবার কাছে দোয়া চাই যেন আরও ভালো কিছু কাজ সবাইকে উপহার দিতে পারি।’
ঢাকার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার একুশে পদকপ্রাপ্ত শেখ সাদি খান, এশিয়ান গ্রপের চেয়ারম্যান, চিত্রপরিচালক ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা শাহানুর এবং চিত্রনায়িকা কেয়াসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান কবি শাহীন রেজা।
এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জন তারকা শিল্পীকে এশিয়ান স্টার এ্যাওয়ার্ড ২০২২ দেয়া হয়।