× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিজেকে ভেঙে গড়াই একজন অভিনেতার কাজ: চঞ্চল চৌধুরী

সিফাত নুসরাত

২০ জুলাই ২০২২, ০৬:৪১ এএম । আপডেটঃ ২০ জুলাই ২০২২, ০৬:৪২ এএম

[সম্প্রতি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধরী একান্ত সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক সংবাদ সারাবেলাকে। এই সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নিজের অভিনয়, বাংলা চলচিত্র আর আসন্ন প্রকল্প হাওয়া নিয়ে। মেজবাউর রহমান সুমনের চলচিত্রটি আমামী ২৯ জুলাই মুক্তি পেতে চলেছে]


চঞ্চল চৌধুরী বলেছেন, একজন অভিনেতার কাজই হলো নতুন নতুন কাজ পাওয়া সে হিসেবে নিজেকে প্রস্তুত করা। তিনি সে হিসেবেই প্রতিটি প্রকল্পের আগে নিজেকে সেভাবে গড়ে তোলেন। 

নতুন চলচিত্র হাওয়া নিয়ে ব্যস্ততা কেমন এই প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, ‘হাওয়া নিয়ে ব্যস্ততার চেয়ে টেনশন বেশি। চলচিত্রের সাদা-সাদা, কালা-কালা গানটি মুক্তি পেতেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ছবির ট্রেলারও দর্শকরা খুবই পছন্দ করেছেন। দর্শকরা আশা করছেন ভালো একটা ছবি হবে। তাই আশা করি একটি ভালো চলচিত্র সবাইকে উপহার দিতে পারবো।’

তিনি আরও বলেন, ‘একেকজন ডিরেক্টর একেক রকমভাবে ছবি বানাবে। যেটা ভালো লাগবে দর্শক তা দেখবে। ১০ বা ২০টা খারাপ কাজ না হলে ভালো কাজ হবে না। যেই কাজ করুক সততা আর মেধা থাকতেই হবে। মেজবাউর রহমান সুমন টেকনিক্যালি খুবই সাউন্ড। এখনকার যেকোনো কাজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাই আন্তর্জাতিক মানদণ্ড ধরে রাখা জরুরি।’  

চঞ্চল চৌধুরী বলেন, হাওয়ার শ্যুটিং এর জন্য গভীর সমুদ্রে কাজ করতে কষ্ট হয়েছে। ৪৫ দিন সেখানে থাকতে হয়েছে। জীবনের ঝুঁকিও ছিলো। প্রথম ১০-১৫ দিন পর সাগর উত্তাল হয়ে পড়ে। এর মধ্যেই কাজ করতে হয়েছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.