× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোথায় থামবেন জেনিফার হাডসন?

বিনোদন ডেস্ক

১৮ জুন ২০২২, ০২:১৭ এএম

জেনিফার হাডসন। ছবি: সংগৃহীত

সাফল্যের ষোলকলা পূর্ণ করেই ফেলছেন জেনিফার হাডসন-এমনটা এখন বলাই যায়। কিছুদিন আগে জিতেছেন সম্মানজনক টনি এওয়ার্ড। এই পুরস্কার পাওয়ার পরই পেয়েছেন সেরাদের সেরা হওয়ার সম্মাননা ‘ইজিওটি’ স্টাটাস। মূলত যারা বিনোদনের সবচেয়ে বড় পুরস্কার এমি, গ্র্যামি, অস্কার ও টনি-এই চারটি এওয়ার্ডই জেতে তারাই ‘ইজিওটি’ স্টাটাস পায়। 

এ পর্যন্ত বিশ্বের ১৭ জন শিল্পী এ বিরল মর্যাদার অধিকারী হয়েছেন। জেনিফার এখন তাদেরই একজন। এই অর্জনের কারণে তিনি হুপি গোল্ডবার্গের পর দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন।  

নতুন খবর হল, এই হলিউড অভিনেত্রী এবার টকশো সঞ্চালনায় নাম লেখাতে যাচ্ছেন। এবছরই আনুষ্ঠানিকভাবে ‘দ্য জেনিফার হাডসন শো’ এর মাধ্যমে নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি।

নতুন টক শোটি ১২ সেপ্টেম্বর  হাডসনের ৪১তম জন্মদিনে ফক্স টিভিতে প্রচারিত হবে। ওয়ার্নার ব্রোস শোটি  প্রযোজনা করবে। বহুল জনপ্রিয় ‘দ্য এলেন ডিজেনারেস শো’ এর প্রযোজনাও করত এই স্টুডিও।

হাডসন তার শোতে নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন বলে জানা গেছে।

নতুন এই ভূমিকায় কাজ করতে পেরে ভীষণ খুশি জেনিফার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি এটি করতে যাচ্ছি। তবে যাইহোক, আমার শোতে স্বাগতম! 

ওয়ার্নার ব্রাদার্স আনস্ক্রিপ্টেড টেলিভিশনের সভাপতি মাইক ডার্নেল হাডসনের সাথে প্রথম দেখা করেছিলেন যখন তিনি আমেরিকান আইডল গানের প্রতিযোগিতার প্রতিযোগী ছিলেন। ডার্নেল বিশ্বাস করেন যে, জেনিফার একজন  চমৎকার টকশা হোস্ট হবেন।

তিনি বলেন, আমি জানি জেনিফার কী করতে পারে। তিনি একই সাথে নম্র, চমৎকার ও মজার একজন মানুষ। আমরা তাকে নিয়ে আশাবাদী।

গত ১২ জুন  জেনিফার টনি এওয়ার্ড জিতে ব্যাপক সাড়া ফেলে দেন। তিনি অভিজাত ওই গোষ্ঠীর এখন সর্বকনিষ্ঠ সদস্য। 

উল্লেখ্য ‘এ স্ট্রেঞ্জ লুপ’ এর একজন প্রযোজক হিসেবে এই শিল্পী সেরা মিউজিক্যাল টনি এওয়ার্ড পান। 




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.