× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনিকে এখনো ভালবাসি: অ্যাম্বার

১৬ জুন ২০২২, ২৩:৩৪ পিএম

ভালোবেসেই তো ঘর বেঁধেছিলেন। সেই ঘরে ভালো থাকা হলো না। সইলো না সুখ বেশিদিন। নানা বিষয়ে মতবিরোধ ও ঝামেলা তৈরি হওয়ায় আলাদা হয়ে গেছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ ও ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

দুজনের সম্পর্কের তিক্ততা এতোই বেশি হয়ে উঠেছিল যে তারা মামলা পর্যন্ত লড়েছেন একে অন্যের বিরুদ্ধে। প্রথমে অ্যাম্বার মানহানির মামলা করেন জনি ডেপের নামে। সেই মামলায় হেরে গেছেন অভিনেত্রী।

দিতে হবে বেশ মোটা অংকের জরিমানা। কিছুদিন আগেই অ্যাম্বারের আইনজীবী জানিয়েছে, তার মক্কেলের অর্থ সংকট চলছে। জনিকে দেয়ার মতো এতো টাকা নেই তার কাছে।

এবার অ্যাম্বার নিজেই মুখ খুলেছেন। তিনি সম্প্রতি ওয়াশিংটন পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এখনও তাকে ভালোবাসি। পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সম্পর্ক টিকিয়ে রাখতে চেয়েছিলাম, পারিনি। আমার তাকে নিয়ে কোনো খারাপ অনুভূতি নেই কিংবা খারাপ ইচ্ছেও নেই।’

তবে নিজের পক্ষ নিতে এখনো পিছপা নন তিনি। অ্যাম্বার বলেন, আদালতে তার কিছু ভুল হয়েছে। কিন্তু কোনো মিথ্যা কথা বলেননি তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.