× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাবিতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

রাবি প্রতিনিধি :

০৬ জানুয়ারি ২০২৬, ১৭:১৭ পিএম

ছবি : সংবাদ সারাবেলা।

নারী শিক্ষার অগ্রদূত ও আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও আল্লাহর দরবারে জান্নাত চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ খাবার বিতরণ করেন রাজশাহী কেন্দ্রীয় মহিলা দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোছা. রোকসানা বেগম (টুকটুকি)।

এ সময় মোছা. রোকসানা বেগম বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপোষহীন নেত্রী ও নারী শিক্ষার অন্যতম অগ্রদূত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য আমি এ ছোট আয়োজনটি করেছি।

তিনি আরও জানান, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক বেগম খালেদা জিয়া ছিলেন আপোশহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই মানবিক দায়বদ্ধতার জায়গা থেকেই দুস্থ ও অসহায় মানুষের মাঝে আমি এ খাবার বিতরণ করেছি।

আল্লাহ যেন তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মহান রবের দরবারে কামনা করি, তিনি যেন তাঁকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে স্থান দেন এবং পরকালে সর্বোচ্চ মর্যাদা দান করেন বলেও দোয়া করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.