নারী শিক্ষার অগ্রদূত ও আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও আল্লাহর দরবারে জান্নাত চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ খাবার বিতরণ করেন রাজশাহী কেন্দ্রীয় মহিলা দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোছা. রোকসানা বেগম (টুকটুকি)।
এ সময় মোছা. রোকসানা বেগম বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপোষহীন নেত্রী ও নারী শিক্ষার অন্যতম অগ্রদূত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য আমি এ ছোট আয়োজনটি করেছি।
তিনি আরও জানান, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক বেগম খালেদা জিয়া ছিলেন আপোশহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই মানবিক দায়বদ্ধতার জায়গা থেকেই দুস্থ ও অসহায় মানুষের মাঝে আমি এ খাবার বিতরণ করেছি।
আল্লাহ যেন তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মহান রবের দরবারে কামনা করি, তিনি যেন তাঁকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে স্থান দেন এবং পরকালে সর্বোচ্চ মর্যাদা দান করেন বলেও দোয়া করেন তিনি।