× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাকৃবিতে সংঘর্ষ : হল ছাড়ছেন অনেকেই

ডেস্ক রিপোর্ট।

০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই হল ছাড়তে দেখা গেছে শিক্ষার্থীদের। তবে শিক্ষার্থীদের অনেকেই হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন।

গতকাল রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই হল ছাড়বেন না বলে তাৎক্ষণিকভাবে জানায়। এদিকে সকাল থেকেই শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন।

সকাল ৯টার আগেই ছাত্রীদের হলগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। তবে ছাত্ররা সবাই এখনও হল ছাড়েনি। সকাল ৯টার কিছু পরে বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেটের সামনে তারা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হল ছেড়ে দিতে বলেছেন। বাড়ি থেকেও দুশ্চিন্তা করছে। সব মিলিয়ে হল ছাড়তে বাধ্য হচ্ছি।

তবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, গতকালকের বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, সেসময় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। উপরন্তু আমাদেরকে হল থেকে বের করা হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, আমরা এটি মানব না। তারা এখনও হল না ছাড়ার ব্যাপারে অনড় বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.