× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রশ্নফাঁসের গুজব ছড়াবেন না- শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল ২০২৫, ১৬:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রশ্নফাঁস নিয়ে ছড়ানো গুজব শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে উল্লেখ করে সবাইকে এই ধরনের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক . চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, “প্রশ্নফাঁসের গুজব শিক্ষার্থীদের ওপর একটি অন্যায় চাপ সৃষ্টি করে, যা তাদের স্বাভাবিক প্রস্তুতিকে ব্যাহত করে। তাই আমাদের সবারই দায়িত্ব, এমন বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকা।

আজ (১০ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা আরও জানান, বছর এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং সরকার বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। অতীতে যেসব উৎস থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গিয়েছিল, সেগুলো শনাক্ত করে বন্ধ করার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, উদ্যোগ সফল হবে এবং ভবিষ্যতে প্রশ্নফাঁসের মতো ঘটনা রোধ করা সম্ভব হবে।

সময় তিনি বলেন, এসএসসি পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে জন্য পূর্ব থেকে অত্যন্ত সুচারু পরিকল্পনার ভিত্তিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার শেষ পর্যন্ত একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেইসঙ্গে উপদেষ্টা জানান, এবারের এসএসসি পরীক্ষার ফলাফল দুই মাসের মধ্যেই প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই পরীক্ষা। বছর ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে। সারাদেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা, যেখানে রয়েছে হাজার ২৯১টি কেন্দ্র এবং ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার কেন্দ্র সংখ্যা ৭২৫টি এবং প্রতিষ্ঠান সংখ্যা হাজার ৬৩টি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.