স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে এই চার উৎসবকে সামনে রেখে মোট ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
উপাচার্যের অনুমতিক্রমে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানা যায়। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আগামী ২৩/০৩/২০২৫ তারিখ হতে ০৭/০৪/২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
২৩/০৩/২০২৫ তারিখ থেকে ০৩/০৪/২০২৫ তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে। তবে ছুটিকালীন নিরাপত্তা প্রহরী ও জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবেন। এবং বিভিন্ন দপ্তর/বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদেরকে সহকারী রেজিস্টার (সিকিউরিটি)-এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।