× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রত্যাখ্যান করল তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৫, ১৫:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকার সাতটি কলেজকে একীভূত করে ‘‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি" নামে নতুন প্রশাসনিক কাঠামো প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে সরকারের তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এই কাঠামোর আওতায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিতুমীর কলেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল (১৬ মার্চ) সন্ধ্যায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠনতিতুমীর ঐক্যেরপক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. বেল্লাল হোসেনের সই করা বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় তিতুমীর কলেজের প্রতিনিধিরা নতুন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। জন প্রতিনিধি মিটিংয়ে উপস্থিত ছিলেন, এর মধ্যে জনই স্পষ্টভাবে ঘোষণা করেন যে, শিক্ষার্থীদের ম্যান্ডেট সম্মতি ব্যতীত তারা কোনো সিদ্ধান্ত গ্রহণে রাজি নন। তারা ধরনের উদ্দেশ্যপ্রণোদিত এবং স্বার্থান্বেষী এজেন্ডা বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে আরও বলা হয়, অনুপস্থিত জন শিক্ষার্থীর নাম যথাক্রমে আমিনুল ইসলাম, হাবিবুল্লাহ রনি, মো. মেহেদী হাসান। অন্যদিকে, একজন প্রতিনিধি রেজায়ে রাব্বি জায়েদ সভায় উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ত্যাগ করেন এবং যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে অবিচল থাকার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বিবৃতিতে ঘোষণা করেন, ‘‘ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি, ঐতিহ্য, আত্মপরিচয় মর্যাদার প্রশ্নে আপসহীন।’’ তারা আরো বলেন, ‘‘প্রতিষ্ঠানিক স্বকীয়তা রক্ষায় আমরা সবসময় প্রস্তুত এবং যেকোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়তে অঙ্গীকারবদ্ধ।"

এদিকে, গত রবিবার দুপুরে ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি" নাম চূড়ান্ত করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সাতটি কলেজের মধ্যে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, গত জানুয়ারি শিক্ষার্থীরা তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.