× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ডেস্ক রিপোর্ট

১৬ মার্চ ২০২৫, ১৪:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'

আজ (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুটি মতামত উঠে আসে। ১৭ জন শিক্ষার্থী 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামের পক্ষে মত দেন, তবে অন্যরা 'ফেডারেল ইউনিভার্সিটি' নামের পক্ষে সায় দেন। কারণ, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ। ইউজিসি তাদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার জন্য বললে, শিক্ষার্থী প্রতিনিধি দল পরবর্তীতে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামের পক্ষে মত দেন।

এদিকে, ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণ বিষয়ে ছাত্র প্রতিনিধিদের মতবিনিময়ের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে বলা হয়, সাত কলেজের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামোর প্রস্তাবনা তৈরির লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের সভাপতিত্বে ১৬ মার্চ সকাল ১০টায় সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। এই কলেজগুলো হলোঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর কলেজগুলোর পরিচালনায় বিভিন্ন অনিয়ম অদূরদর্শিতার অভিযোগ ওঠে, যার ফলস্বরূপ গত বছরের অক্টোবর থেকে কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এরপর, গত ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যা দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই অন্যান্য কার্যক্রম পরিচালনা করে। ১৮ ফেব্রুয়ারি, ইউজিসি সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে প্রস্তাবিত নাম আহ্বান করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.