মাত্র ৮ বছরের একটি শিশু—যার পৃথিবীটা এখনো রঙিন হওয়ার কথা ছিল, যার ভবিষ্যৎ স্বপ্নে ভরা থাকার কথা ছিল, তাকে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে! মাগুরার নিষ্পাপ শিশু আছিয়ার হত্যার বিচার চাইতে আজ বাঙলা কলেজ ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর সরকারি বাঙলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আছিয়ার গায়েবানা জানাজা। জানাজা শেষে বাঙলা কলেজ ছাত্রদল নেতারা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান।
ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান বলেন, "শিশু আছিয়ার মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, এটি আমাদের সমাজ ও মানবতার জন্য এক ভয়ংকর কলঙ্ক। আমরা স্পষ্টভাবে বলতে চাই—এই জঘন্য অপরাধের ন্যায়বিচার নিশ্চিত না হলে, ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ গড়ে তুলবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে কোনো শিশু যেন এমন ভয়াবহতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা আছিয়ার পরিবারের পাশে আছি, এবং তাদের দ্রুত বিচার পাওয়ার জন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাবো।"
গায়েবানা জানাজায় অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, "এমন নিষ্ঠুরতা আমাদের সমাজে আর দেখতে চাই না। অপরাধীরা যদি কঠোর শাস্তি না পায়, তাহলে এই বর্বরতা বারবার ফিরে আসবে।"
জানাজা শেষে ছাত্রদল নেতাকর্মীরা শপথ নেন—শিশু আছিয়ার হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সোচ্চার থাকবেন। একইসঙ্গে তারা প্রশাসনকে দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।
ছাত্রদল নেতা ও সাধারন শিক্ষার্থীরা স্পষ্ট করে দিয়েছেন—শুধু কথার আশ্বাস নয়, তারা বাস্তব পদক্ষেপ দেখতে চান। যদি দ্রুত বিচার নিশ্চিত না হয়, তাহলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল কঠোর কর্মসূচি পালন করবে।