× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'জাস্টিস ফর জুলাই’ জবি শাখার আহ্বায়কের পদত্যাগ

জবি প্রতিনিধি

১৪ মার্চ ২০২৫, ১৯:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

'জাস্টিস ফর জুলাই’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের আহ্বায়ক থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. সজিবুর রহমান। ব্যক্তিগত ব্যস্ততার কারণে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে না পারার কথা উল্লেখ করে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই শহীদদের ন্যায্যতার দাবিতে তিনি সারাজীবন কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে এক ফেসবুক পোস্টে নিজেকে সাবেক আহ্বায়ক ঘোষণার মাধ্যমে পদত্যাগের বার্তা জানান সজিবুর রহমান সজিব। তার এই পদত্যাগে নানারকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সংগঠনটির সদস্যদের মাঝে।

সজিব তার ফেসবুক পোস্টে লেখেন, “গত ০৪/১১/২০২৪ তারিখে আমি মো. সজিবুর রহমান ‘জাস্টিস ফর জুলাই’, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে ঘোষিত হই। এরপর সংগঠনের ইউনিট পরিচালক হিসেবে লোকবল সংঘবদ্ধ করা, ফ্যাসিবাদবিরোধী সেমিনার বাস্তবায়ন, গ্রাফিতি করা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনসহ অনলাইনে নানাভাবে সরব থাকার কাজে যুক্ত ছিলাম।” 

তিনি লেখেন, “কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সংগঠনের কার্যক্রমে যথাযথ ভূমিকা রাখতে পারিনি। ফলে জবিতে সংগঠনটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই দায়ভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই সংগঠনের আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি।” 

তিনি আরও লেখেন, “আমি জুলাই শহীদদের ন্যায্যতার দাবিতে আজীবন কাজ করে যাবো। তবে সংগঠনের কোনো আয়োজন, সভা বা সেমিনারে আর আহ্বায়ক হিসেবে অংশ নেবো না। সংগঠনের প্রতি সদস্য হিসেবে আমার সমর্থন থাকবে। আমি চোখের সামনে রক্তাক্ত হতে দেখেছি প্রাণবন্ত নানাজনকে। জুলাইয়ের অবরুদ্ধ অবস্থা কী, তা নিজে অনুভব করেছি। তাই ন্যায্যতা আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন ব্যথাহত থাকবো।”

তার এই পোস্টের প্রতিক্রিয়ায় 'জাস্টিস ফর জুলাই' জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সদস্য সচিব জুনায়েদ মাসুদ বলেন, ‘আপনি যা করেছে এই ব্যানায়ারের হয়ে, তা অসামান্য। আপনার কাজ আন্তর্জাতিক মহলে ছড়িয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার লিখা ছন্দময় পদ্মগুলো ছিলো এক একটা কামানের গোলা। জাফজুকে জবি ইউনিটরে সবচেয়ে শক্তিশালী ইউনিট বানাইছেন।'

তার পোস্টের প্রতিক্রিয়ায় আহনাফ আতিফ নামে আরেক সদস্য মন্তব্য করেছেন, ‘আপনার এই সিদ্ধান্ত একজন সদস্য হিসাবে আমি মানিতে চাইনা। আমি চাই আপনি আপনার সিদ্ধান্ত ফিরায় নেন প্লিজ।’

এ বিষয়ে সজিবুর রহমান সংবাদ সারাবেলাকে বলেন, ‘জাস্টিস ফর জুলাই বিপ্লবী স্পৃহা নিয়ে তৈরি একটি সংগঠন। এখানে কাজ করতে যেটুকু ঐকান্তিকভাবে সময় দান করা প্রয়োজন, তা আমি দিতে পারছি না। সময় দানে অপারগ হয়ে আহ্বায়কের পদ ধরে রাখা অনুচিত মনে করেছি, তাই এই সিদ্ধান্ত।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.