রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তীব্র বাস সংকটের শিকার। পর্যাপ্ত গণপরিবহন না থাকায় প্রতিদিনই শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অতিরিক্ত ভিড়ে ঝুঁকি নিয়ে যাতায়াত, এমনকি হেঁটে বাড়ি ফেরার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের।
বাঙলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর-১, মিরপুর-১০, গাবতলী, শ্যামলী, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন। কিন্তু কলেজের আশপাশের রাস্তায় চলাচল করা গণপরিবহনগুলো প্রায়ই অতিরিক্ত যাত্রীবোঝাই থাকে। ফলে তারা ঠিকমতো বাসে উঠতে পারেন না।
কলেজের এক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, "সকালবেলা বাসে উঠতে পারা যেন এক যুদ্ধ! কখনো বাস থামেই না, কখনো প্রচণ্ড ভিড়ে ঠাসাঠাসি করে যেতে হয়। অনেক সময় ক্লাস মিস হয়ে যায়।"
আরেক শিক্ষার্থী, মরিয়ম আক্তার বলেন, "বিশেষ করে মেয়েদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। বাসগুলোতে জায়গা মেলে না, ভিড় ঠেলে উঠতে গেলে নানা রকম বিড়ম্বনার শিকার হতে হয়।"
বিকল্প না থাকায় হেঁটেই ফিরতে হয় অনেককে
শুধু সকালেই নয়, বিকেলেও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ক্লাস শেষে গণপরিবহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকেই হেঁটে রওনা দেন।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল রানা বলেন, "ক্লাস শেষ করে যদি বাসের জন্য এক ঘণ্টা অপেক্ষা করতে হয়, তাহলে বাসায় গিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়।"
বাস সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি
শিক্ষার্থীরা চান, কলেজগেট, গাবতলী ও মিরপুর রুটে বিআরটিসির বিশেষ বাস চালু করা হোক কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর মতো কলেজের জন্য নিজস্ব বাস ব্যবস্থা চালু করা হোক। তারা এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়েে বাঙলা কলেজ অধ্যক্ষ কামরুল হাসান বলেন, "আমি যখন ক্যাম্পাসে এসেছিলাম, তখন এখানে শুধুমাত্র একটি বাস ছিল। এরপর আমি আরেকটি বাসের ব্যবস্থা করেছি, যা এখন সাভার-কলেজ রুটে চলাচল করছে। মজিদ মোল্লা ফাউন্ডেশন ক্যাম্পাসে বাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনো কোনো বাস দেওয়া হয়নি। আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না, তবে আমরা সক্রিয়ভাবে এই সমস্যার সমাধানে কাজ করছি।"
শিক্ষার্থীদের দাবি, দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তারা আন্দোলনের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।