দেশের চলমান অস্থির পরিস্থিতি, খুন, ধর্ষণ, ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখা এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেছে।
আজ (২৩শে ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার) সকালে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন দাবি ও স্লোগানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান।
আয়োজকদের দাবি, সাম্প্রতিক অপরাধপ্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।