× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্রদের মানববন্ধন

নওশিন শারমিলি, বাঙলা কলেজ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০১ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশের চলমান অস্থির পরিস্থিতি, খুন, ধর্ষণ, ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখা এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেছে।

আজ (২৩শে ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার) সকালে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন দাবি ও স্লোগানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান।

আয়োজকদের দাবি, সাম্প্রতিক অপরাধপ্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.