× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাকৃবিতে কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সিদ্ধার্থ চক্রবর্তী,বাকৃবি প্রতিনিধি।

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) কর্তৃক আয়োজিত 'এডমিনিস্ট্রেশন অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট' এবং 'বেসিকস অফ মাইক্রোসফট অফিস' শীর্ষক ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিটিআই প্রশিক্ষণ কক্ষে  কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির।

এই কর্মশালায় প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে ৩০ জন এবং বেসিক মাইক্রোসফট অফিস বিষয়ে ২৫ জন কর্মচারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা এ কর্মশালাকে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক বলে উল্লেখ করেন।
প্রশিক্ষণার্থী ইসরাত জাহান ইভা বলেন, "এ ধরনের প্রশিক্ষণ আমাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে যদি আরও সময় নিয়ে প্রশিক্ষণ আয়োজন করা যেত, তাহলে তা আরও কার্যকর হতো।"

অপর এক প্রশিক্ষণার্থী মামুনুর রশীদ (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর) বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জিটিআইকে ধন্যবাদ, এমন প্রশিক্ষণের আয়োজন করার জন্য। তবে আমাদের কীটতত্ত্ব বিভাগে নারীদের জন্য ওয়াশরুম নেই। এ বিষয়ে উপাচার্য স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।"

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, "বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণ তখনই সফল হবে, যখন আপনারা এখানে শেখা জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন।"

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দিন বলেন, 'এই প্রশিক্ষণ কর্মচারীদের কারিগরি সহায়তা দিতে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে আপনারা সময় নিয়ে শিখতে পারেন।'

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্য থেকেই ভবিষ্যতের কর্মকর্তা তৈরি করা হবে। যাদের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠা থাকবে, তাদেরই উন্নীত করা হবে।'
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া বলেন, 'প্রশিক্ষণ তখনই সফল হবে, যখন প্রশিক্ষণার্থীরা এখান থেকে শেখা বিষয়গুলো সঠিকভাবে কাজে লাগাবেন।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.