শিক্ষার্থীদের
আন্দোলনের মুখে রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে। একইসঙ্গে এসব কলেজকে নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনেরও পরিকল্পনা করছে সরকার।
এই
নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে "জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়"। বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ
ফায়েজের নেতৃত্বাধীন কমিটি এই নামটি প্রস্তাব
করেছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নামটি চূড়ান্ত করা হবে।
আজ (৩০ জানুয়ারি)
ইউজিসির চেয়ারম্যান
অধ্যাপক এস এম এ
ফায়েজের নেতৃত্বে একটি কমিটি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নামটি প্রস্তাব
করা হয়।
এ
বিষয়ে অধ্যাপক এস এম এ
ফায়েজের বক্তব্য হলো, "কয়েকটি নামের মধ্যে “জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়” নামটি তাদের
বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও এই নামের প্রশংসা
করেছেন। তবে ছাত্ররা যেটা বলবে সেটাই চূড়ান্ত হবে।"
২০১৭
সালের ১৬ ফেব্রুয়ারি কলেজগুলোকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে এর ফলে শিক্ষার্থীদের
বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই তারা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে সরকার তাদের দাবি মেনে নিয়েছে।
এই
সিদ্ধান্তের ফলে এখন থেকে এই সাত কলেজের
ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি এবং পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হবে না।