× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিইউডিএস এর আয়োজনে চবিতে ইংরেজি বিতর্ক উৎসব সিইউ ডিবেট ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

মোঃ নিয়াজ মাখদুম, চবি প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৫, ১৯:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এর উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী ইংরেজি বিতর্ক উৎসব সিইউ ডিবেট ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।

উৎসবের প্রথম দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে চার পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া দ্বিতীয় দিন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সমাপনী পর্ব এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

উৎসবের চূড়ান্ত পর্বে সেরা চারদল অংশগ্রহণ করে এবং উৎসবে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিতার্কিক দল এবং রানার-আপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিজনেস ডিবেটিং অ্যাসোসিয়েশন (এফবিডিএ) এর বিতার্কিক দল এবং যুগ্মভাবে প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিতার্কিক আহনাফ কামরান তৌকি ও সিইউএফবিডিএ-র বিতার্কিক সাবরিনা আক্তার। পাশাপাশি ফাইনাল রাউন্ডের সেরা বিতার্কিক নির্বাচিত হন আহনাফ কামরান তৌকি।

উৎসবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও সিইউডিএস এর সাবেক সভাপতি মোঃ আব্দুস সামাদ হিমেল, ইপসার সহকারি পরিচালক ও ইয়ুথ ফোকাল মোঃ আব্দুস সবুর, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মারজুক-ই-ইলাহী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন।

ইংরেজি মাধ্যমের এই বিতর্ক উৎসবটি ট্যাব ফরম্যাটে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের আদলে আয়োজিত হয়। সমগ্র বাংলাদেশের মোট ২৪ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতায় বিতার্কিক ও বিচারক সহ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এটির বিচারকার্য পরিচালনা করার জন্য ছিল দেশসেরা বিচারকমণ্ডলী ও অনুষ্ঠান পরিচালক। 

উৎসবের আহ্বায়ক জনাব মারজুক-ই-ইলাহী বলেন, "সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুক্তি-তর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে দীর্ঘ ২৯ বছর ধরে কাজ করে আসছে। শুধু বিতর্কে অংশগ্রহণই নয়, বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বাংলাদেশে একটি যুক্তিনির্ভর তরুণ সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।"

অনুষ্ঠানের অতিথিরা সমসাময়িক বাস্তবতায় বিতর্কের ভবিষ্যৎ বক্তব্যে তুলে ধরেন এবং পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিইউডিএসের অনন্য ভূমিকার কথা আলোকপাত করেন।

আয়োজনটির আর্থিক সহায়তায় আছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যকশান (ইপসা)। এছাড়া আরো সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে আছে স্ন্যাকস পার্টনার কুড়মুড়ে, বেভারেজ পার্টনার স্টারশিপ ম্যাংগো মিল্ক, কফি পার্টনার নেসক্যাফে, ডিজিটাল পার্টনার ব্রেইনিজ্যাট, ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার টিবিএস গ্র‍্যাজুয়েটস এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে এমবিএ অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অব চিটাগং (এমএইউসি)।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক চর্চার পরিবেশ সৃষ্টি এবং বিতার্কিক তৈরি করে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় তরুণ সমাজের মধ্যে চিন্তাচেতনার জাগরণের প্রয়াস হিসেবে উক্ত প্রতিযোগিতা আয়োজিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.