× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিতুমীর কলেজের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার

ডেস্ক রিপোর্ট

০৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩৫ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। এবার তারা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার ঝুলিয়েছেন।

আজ (৭ জানুয়ারি) সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছেন।

ব্যানার টানানোর পর শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের বিশাল অবকাঠামো, ব্যবস্থাপনা এবং বিপুল শিক্ষার্থীর সংখ্যা এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যথেষ্ট।

শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে।

এর আগে, সকালে কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মহাখালী- আমতলী সড়ক প্রদক্ষিণ করে আবারো মূল ফটকের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তিতুমীর বিশ্ববিদ্যালয় নামে ভেতরে ও বাইরে আগের নাম ফলকের উপরে ব্যানার টাঙ্গিয়ে দেন আন্দোলনকারীরা।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দিয়েছে। যা তিতুমীর কলেজে মানে না। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় পুনরায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

অনেকদিন ধরেই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করে আসছেন শিক্ষার্থীরা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ তিনদফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেছিলেন কয়েকশ শিক্ষার্থী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.