× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধ ইবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহসভাপতি মামুন অর রশিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা করেন। ওই মামলায় নিষিদ্ধঘোষিত ইবি ছাত্রলীগের সহসভাপতি মামুন অর রশিদকে ১৮ নম্বর আসামি করা হয়।

ওই মামলায় জামিন নিতে আজ কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে মামুন। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.