আশা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ল ক্লাবের উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে।
রবিবার ও সোমবার রাজধানীর শ্যামলীসহ বেশ কিছু জায়গায় এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আশাইউবি ল ক্লাবের উদ্যোগে ২০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারা সবাই হতদরিদ্র।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আইন অনুষদের ডীন-ইন-চার্জ মো: সাইফুল ইসলাম, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সোফিয়া ইসলাম, জুনিয়র সহকারি রেজিস্ট্রার জিনাত তারাসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন প্রায়ই দরিদ্র মানুষকে বিভিন্ন সহযোগিতা করে আসছে।