পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকারে কাজ করা সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা সম্প্রতি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় অর্ধ শতাধিক ছাত্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় ক্যাম্পাস সংলগ্ন এলাকার শীতার্ত শিশুদের মাঝে এই কর্মসূচি পালন করে।
কর্মসূচির সভাপতিত্ব করেন সিআরসি ইবি শাখার স্কুল পরিচালক মো সাইফুল ইসলাম । এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনপর সভাপতি মো ইমদাদুল হক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সভাপতি শাহীদ কাউসারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান তার বক্তব্যে বলেন,সমাজের সংগতিসম্পন্ন ও সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীতকাল ঋতু হিসেবে আনন্দ ও খুশির বার্তাবহ হলেও দেশে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের।
নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এ সংগঠন এর মাধ্যমে এ বছর দেড় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাত্ররা শীতের পর নতুন পোশাক পেয়ে খুবই আনন্দিত হয়। অনুষ্ঠানেত সভাপতি ইমদাদুল হক বলেন,শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল। এই ধরনের উদ্যোগগুলি শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে।