চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গতকাল বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে একটি উড়োচিঠি আসে, যেখানে অভিযোগ করা হয় যে, চতুর্থ বর্ষের সব কোর্সের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, একজন শিক্ষক তার ঘনিষ্ঠ শিক্ষার্থীকে সুবিধা দিতে এই প্রশ্ন ফাঁস করেছেন। চিঠির সঙ্গে দেওয়া আজকের পরীক্ষার প্রশ্নপত্রও সংযুক্ত ছিল।
এ ঘটনার তদন্তে আজ বিভাগের অফিসে যান উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্লাহ পাটওয়ারী সহ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। অভিযোগের সত্যতা যাচাইয়ে আজকের প্রশ্নপত্রের সঙ্গে চিঠিতে দেওয়া প্রশ্ন মিলিয়ে দেখা হয় এবং উভয়ের সঙ্গে শতভাগ মিল পাওয়া যায়। এরপর উপাচার্যের সুপারিশে পরীক্ষা স্থগিত করা হয়।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “এ ঘটনা নিয়ে বিকেলে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।”
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্লাহ পাটওয়ারী বলেন, "চিঠিতে কারও নাম ছিল না। যেহেতু অভিযোগ ছিল, তাই আমরা সত্যতা নিশ্চিত করার জন্য বিভাগে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রশ্নপত্রের সঙ্গে অভিযোগে দেওয়া প্রশ্নপত্রের শতভাগ মিল পাই। পরে পরীক্ষা কমিটি এই পরীক্ষা স্থগিত করে।"
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী বলেন, “পরীক্ষার প্রশ্ন গুগল ড্রাইভে সংরক্ষিত ছিল। সেখান থেকে এদিকসেদিক হতে পারে বলে আশঙ্কা করছি।”
বিভাগের সভাপতি রওশন আক্তার জানান, "পরীক্ষাটি একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী স্থগিত করা হয়েছে। নতুন সূচি পরে জানানো হবে।"
উল্লেখ্য, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল চলতি বছরের ২৩ অক্টোবর। আজ ওই বিভাগের ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। এটিই এই বর্ষের শেষ পরীক্ষা।