× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আইন বিভাগের ফ্রেশার রিসেপশন

তারুণ্যের উচ্ছ্বাস

৩০ নভেম্বর ২০২৪, ২০:০৬ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন বিভাগ আয়োজন করেছিল এক বর্ণাঢ্য ফ্রেশার'স রিসেপশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উজ্জ্বল আলো, হাসি, আর তারুণ্যের উদ্দীপনায় ভরপুর এই আয়োজন নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং তাদের আত্মবিশ্বাসকে উদ্দীপ্ত করতে এক অসাধারণ উদ্যোগ হয়ে উঠেছিল।

অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল এডভাইজার, রেজিস্ট্রার ও আইন বিভাগের বিভাগীয় প্রধানসহ  বিভিন্ন ফ্যাকাল্টিবৃন্দ ফিতা কেটে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। 
এরপর অডিটোরিয়ামে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রিন্সিপাল এডভাইজর এবং মাননীয় ভাইস চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। 

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান নতুন শিক্ষার্থীদের  উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন- " তোমরা নবীন শিক্ষার্থীরা সময়ের শ্রেষ্ঠ বিষয় আইন শিক্ষাকে পছন্দ করতে সক্ষম হয়েছ। কারণ আইন এমন একটি বিষয় যা শুধু কিছু বিধিমালা ও রাষ্ট্র কতৃক প্রণিত আইন শাস্ত্রের মধ্য সীমিত নয় বরং ন্যায় বিচার, মানবিকতা ও সত্য অন্বেষণে একটি দেশের আইন ব্যবস্হাকে অর্থবহ বিকাশের ক্ষেত্রে অবদান রাখে।" তিনি আইন শিক্ষার্থীদেরকে উক্ত বিভাগের অগ্রদূত (pioneer) হিসাবে উল্লেখ করে বলেন- তোমাদের মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ইতিহাস রচিত হলো। তোমরা ভবিষ্যতে সমাজের নিপীরিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

রেজিস্ট্রার তাঁর বক্তব্যে নতুন শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। এখানে আপনারা আইনশাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করবেন এবং সমাজের প্রতি দায়বদ্ধ একজন সচেতন নাগরিক হয়ে উঠবেন।"

প্রিন্সিপাল এডভাইজর শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য অধ্যবসায় এবং নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আইনের ছাত্র হিসেবে আপনাদের দায়িত্ব শুধু আইন জানা নয়, বরং ন্যায়বিচারের পথ দেখানো।"”

ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সবসময় গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

এই অনুষ্ঠান শুধু নতুন শিক্ষার্থীদের জন্য স্বাগত আয়োজনই নয়, বরং তাদের মানসিক সমর্থন জোগানো, বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা এবং বিশ্ববিদ্যালয়ের মূল আদর্শের সঙ্গে পরিচিত করার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন বিভাগের এই আয়োজন তারুণ্যের প্রেরণা এবং সৃষ্টিশীলতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.