ইস্পাহানি
- প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৪ দ্বিতীয় বারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে। আগামীকাল গণ বিশ্ববিদ্যালয় (গবি) ফুটবল
টিম ট্রফি ধরে রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামবে ।
ইস্পাহানি-প্রথম আলো দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২৪টি দল নিয়ে ঢাকার
আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে বুধবার। খেলা হচ্ছে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছায়াঘেরা ক্যাম্পাসের মাঠে।
ঢাকা
অঞ্চলের গ্রুপ -এফ এর ১ম
পর্বের শেষ না আউট ম্যাচে গত
বছরের বিজয়ী গণ বিশ্ববিদ্যালয় প্রতিপক্ষ
হিসেবে মাঠে নামবে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড
টেকনোলজি (বিইউএফটি)।
আগামীকাল
(৩০ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় মাঠে ২৬ তম ফুটবল
ম্যাচ আড়াইটায় অনুষ্ঠিত হবে।
১৭
নভেম্বর থেকে
শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতায়। ঢাকা অঞ্চলের ৪টি গ্রুপে ২৪ দলের মধ্যে
প্রতিযোগিতা ২৭ নভেম্বর হতে
৩ ডিসেম্বর পর্যন্ত।
গবির
ক্রীড়া কর্মিটির প্রধান শাহ্ আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সেরা খেলোয়াড়দের সমন্বয়ে গত ২০ দিন
যাবত আমরা সকাল সন্ধ্যা ফুটবল টিমকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করানোর জন্য চেষ্টা করেছি।দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথেও প্রস্তুতিমূলক ম্যাচ খেলে ভালো ফলাফল করেছি।প্রথমবারের মতো দ্বিতীয় বার ও বিজয়ের ধারা
আমরা অব্যাহত রাখতে চাই। সেজন্য সকলের দোয়া এবং সমর্থন কামনা করছি।
তিনি
আরো বলেন, খেলোয়াড়দের মানসিক শক্তি ধরে রাখার জন্য জন্য
এবং বিজয়ের ধারা অব্যাহত রাখার স্বার্থে
গণ বিশ্ববিদ্যালয়ের সকল
শিক্ষার্থীকে খেলোয়াড়দেরকে উৎসাহিত
করার জন্য অনুরোধ
জানাচ্ছি।
এবছর
গবির পক্ষে প্রতিযোগিতায় অংশ নিবেন, বিবেক মন্ডল, মোঃ আরাফাত মিয়া, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রাসেল মুন্সি, মোঃ শামীম হোসেন, মোঃ ফয়সাল আহমেদ, তৃষাণ বর্মন, মোঃ রিপন মোল্লা, সাইফ সামসুদ, মোঃ রাকিব, সজীব রাজবংশী, নজরুল ইসলাম, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ সাব্বির হোসেন, হিরা ঘোষ, প্রণয় ইনোসেন্ট মারান্ডী, মোঃ সিফাত, সোহেল হোসেন মিম, মোঃ রাহুল হোসেন, সুভ রাজবংশী, মেহেদী হাসান পলাশ, কাফসাত তাইয়ুস। ক্রীড়া প্রশিক্ষক হিসেবে থাকছে : মো. হাবীব উদ্দিন, সোহেল খান, মুস্তাফিজুর রহমান
প্রথম
আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের
পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটিতে সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। আয়োজনটির সম্প্রচার সহযোগী এটিএন বাংলা।