× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইবি

হলের সিট বন্টনে আন্দোলকারীদের অগ্রাধিকার; সমালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন!

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

২৮ নভেম্বর ২০২৪, ১৯:২০ পিএম

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক সিট বন্টনের বৈষম্য হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এখানে সিট প্রদানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের অগ্রাধিকার দিচ্ছে হল প্রশাসন। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিকতার জন্য আবেদন করতে বলা হয়।

এতে বলা হয়, এতদ্বারা শহীদ জিয়াউর রহমান হলেয় অনাবাসিক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৭/১১/২০২৪ ইং থেকে ০৮/১২/২০২৪ ইং তারিখের মধ্যে আবাসিকতার আবেদন আহবান করা যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন শিক্ষার্থীরা। বৈষম্যহীন দেশ গঠনের দিকে আগানোর পর এমন বৈষম্য মানতে পারছেন না কেউ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রায় ১০ হাজার সদস্যের ফেসবুক গ্রুপ ইবিয়ান ফ্যামিলিতে ইইই বিভাগের কাওসার আহমেদ লিখেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিলো। অথচ নতুন কোটা চালু করে বৈষম্য তৈরি করলেন।

এতে এইচ এম মহসিন মন্তব্য করে বলেন, খুবই লেইম সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

অপর এক শিক্ষার্থী জহুরুল ইসলাম লিখেন, আগে ছিলো মুক্তিযোদ্ধা কোটা এখন বৈষম্য বিরোধী কোটা। আরেহ ভাই বেশির ভাগ সবাই তো যে ভাবে পারছে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, তাহলে আপনি কিভাবে সনাক্ত করবেন,ছবি দেখে?

তারেক নামের অন্য এক শিক্ষার্থী নিজের একাউন্ট থেকে পোস্ট দিয়ে বলেন, যারা আন্দোলনকারী ছিল তাদের মধ্যে অনেকেই ৫ আগস্টের পর থেকে হলে সিট নিয়ে থাকছে। নতুন করে আবারও তাদের অগ্রাধিকার দিলে বাকি শিক্ষার্থীদের কি হবে? অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

পরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অগ্রাধিকার পাবে’ অংশটি কেটে দিয়ে আজ (২৮ নভেম্বর) সংশোধনী বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, বিজ্ঞপ্তি বিষয়ে আমি অবগত ছিলাম না। এটা তো আরেক বৈষম্য। ওনি অন্তত আমারে জানাতে পারতো। আমাদের কখনোই এমন কোনো দাবি বা চাওয়া ছিল না, আগামীতেও থাকবে না। আন্দোলন করেছি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে চাই।

এবিষয়ে জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই আগে একটা খসড়া কপি ছিল তা প্রিন্ট করে টাঙানো হয়েছে। কেউ চাপে বা প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্তে এমন করা হয়নি। এটা শোনার সাথে সাথে সংশোধনী নোটিশ দিয়েছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.