× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাকৃবিতে সমাজবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি।

২৬ নভেম্বর ২০২৪, ১৫:০৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ৭ দিনব্যাপী একটি ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন অনুষদের ১১৫ জন শিক্ষার্থী।

আজ (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইন্টার্নশিপ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান বলেন, “ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এটি তাদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। আমি আশা করি, শিক্ষার্থীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে।”

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ একটি পূর্ণতা পাবে। শিক্ষার্থীরা এই প্রোগ্রামের মাধ্যমে বাস্তবমুখী জ্ঞান অর্জন করে কর্মজীবনে সাফল্য লাভ করবে। ইন্টার্নশিপের সার্বিক সফলতা কামনা করছি।”

উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য একটি নতুন যাত্রা। আমাদের শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নোটবুকে চলমান ইন্টার্নশিপের কার্যক্রম যথাযথভাবে নথিবদ্ধ করবে এবং ডিন স্যারের কাছে তা জমা দেবে। আশা করছি, শিক্ষার্থীরা তাদের দক্ষতা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখবে।”

ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে কৃষি অর্থনীতি, গ্রামীণ সমাজ এবং উন্নয়ন বিষয়ক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে আয়োজন করা হবে কর্মশালা এবং সেমিনার। এই উদ্যোগ শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সমন্বয়ে দক্ষ করে গড়ে তুলবে।

শিক্ষার্থীরা প্রোগ্রামটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটি আমাদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের দুর্দান্ত সুযোগ। এ ধরনের উদ্যোগ আমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.