× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধু হলের লিফট বন্ধে ভোগান্তিতে শিক্ষার্থীরা

মোখলেসুর রহমান মাহিম, নবি প্রতিনিধি।

১৬ নভেম্বর ২০২৪, ১৬:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে চারটি লিফটের মধ্যে দিনের বেলা দুইটি লিফট বন্ধ থাকে। এতে দিনের বেলা ভোগান্তিতে পরতে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগ হলে চারটি লিফট থাকলেও একটি সবসময় বন্ধ থাকে। যে তিনটি লিফট চালু থাকে সেগুলোর কোনোটিরই সেন্সর ঠিকমতো কাজ করে না। এতে ভোগান্তিতে পরতে হয় শিক্ষার্থীদের। এছাড়া লিফট দিয়ে উঠা নামা করতে হলে দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময়। যা শিক্ষার্থীদের মনে ক্ষোভ সৃষ্টি করছে। বিশেষ করে এই সমস্যা ক্লাস চলাকালীন ও শুক্রবার নামাজের সময় বেশি লক্ষ্য করা যায়।

বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানান, 'কিছুদিন ধরে হলের দুইটি লিফট চালু আছে। ক্লাস বা অন্যান্য কাজে যাওয়ার সময় লিফটের সামনে অনেক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যা আমাদের সময় নষ্ট করে। এছাড়া লিফটের সেন্সর ঠিকমতো কাজ না করায় অনেক সময় সমস্যায় পরতে হয়।'

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর তারিফুল ইসলাম জানান, 'রাতে সার্বক্ষণিক লিফট চালু রাখার জন্য একটি লিফট দিনে বন্ধ রাখা হয় যাতে রাত্রিবেলা শিক্ষার্থীদের কোনো ভোগান্তিতে পরতে না হয়। টেকনিক্যাল ত্রুটির কারণে অন্য একটি লিফট বন্ধ আছে। আমরা টেকনিশিয়ানদের সাথে কথা বলেছি খুব দ্রুত লিফটটি ঠিক করে দেওয়া হবে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.