ছবিঃ সংবাদ সারাবেলা।
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ ও নগদ ৩৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক মোঃ বাইজীদ হোসেন সা’দ। টেলিভিশনে অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড পান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এ পুরস্কার তুলে দেন দেশের একমাত্র বাণিজ্য ভিত্তিক টেলিভিশন এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ ও চেঞ্জ টিভি ডট প্রেসের প্রতিষ্ঠাতা আমিরুল মোমেনীন মানিক।
‘কাজে আসছে না অভিযান: অবৈধ ক্লিনিক-সেন্টার বন্ধের পরদিনই ফের চালু’ শীর্ষক শিরোনামে এখন টেলিভিশনে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক বাইজীদ সা’দ। এছাড়াও বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘কল এলে মুহূর্তেই পাল্টে যায় মসলার দাম’ শীর্ষক বিশেষ প্রতিবেদনের জন্য পুরষ্কার পান বাংলা ট্রিবিউটের নিজস্ব প্রতিবেদক আতিক হাসান শুভ। অন্যদিকে ‘দৃষ্টি হারালেও ‘দখল বাণিজ্য’ থামেনি কাউন্সিলর আলোর’শিরোনামে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কার পান প্রতিবেদক শিতাংশু ভৌমিক অংকুর।
প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী সাংবাদিকতায় ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে সাংবাদিকতায় প্রশিক্ষণটি শুরু হয়ে শেষ হয় বিকেল ৫ টায়। কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি যায়েদ হোসেন মিশু।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, চেঞ্জ টিভি ডট প্রেসের প্রতিষ্ঠাতা আমিরুল মোমেনীন মানিক, চ্যানেল টুয়েন্টিফোরের বিশেষ প্রতিবেদক মাকসুদ উন নবী, বাংলাদেশ প্রতিদিনের জেষ্ঠ্য প্রতিবেদক মানিক মুনতাসির, দেশের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এস এম সুজা উদ্দীন ও টিবিএন এর নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসাইন।
অনুষ্ঠানে দেশ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও কনকসাসের সাবেক সভাপতি মাঈন উদ্দিন আরিফ, বর্তমান সহ সভাপতি শাহিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম সবুজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় শিক্ষার্থীদের সাংবাদিকতার বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা কী, সংবাদ উপস্থাপনা, সংবাদ লিখন ও সংগ্রহসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এদিন দুই শতাধিক শিক্ষার্থীকে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে বাছাইকৃত ১৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য, মোঃ বাইজীদ হোসেন সা’দ একজন উদ্যমী, প্রতিশ্রুতিশীল বাংলাদেশী সাংবাদিক ও শিক্ষার্থী। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন সরকারি চাকরিজীবী এবং মা একজন গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ এবং তার ডাকনাম ‘সা’দ’।
বাইজীদ সা’দ স্বাস্থ্য সাংবাদিকতার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও জনদুর্ভোগের সমস্যা নিয়ে কাজ করেন। তিনি স্বাস্থ্য সেবার উন্নতি, চিকিৎসা ও জনস্বাস্থ্য নিয়ে রিপোর্ট করে থাকেন, যা সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বাড়ায়। হাসপাতালের বেডের অভাব, চিকিৎসকদের অপ্রতুলতা, এবং ওষুধের সংকট নিয়ে তার রিপোর্ট ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
তার সাংবাদিকতা এবং শিক্ষা জীবনে ইতিমধ্যে তিনি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। বাইজীদ সা’দ তার সাংবাদিকতার অংশ হিসেবে স্বাস্থ্য এবং জনদুর্ভোগ নিয়ে কাজ করে থাকেন। তিনি এই বিষয়গুলোতে রিপোর্টিং করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন এবং স্বাস্থ্য সেবার অগ্রগতি ও সমস্যা সম্পর্কে জনগণকে অবগত করেন।
মোঃ বাইজীদ হোসেন সা’দ একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, সমাজসেবক এবং সাংস্কৃতিক কর্মী। একজন মানবিক, সৎ, এবং ন্যায়নিষ্ঠ ব্যক্তি হিসেবে নিজের সমাজে একটি উল্লেখযোগ্য অবস্থান গড়ে তুলেছেন, এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের বৃহত্তর পরিসরে ইতিবাচক প্রভাব বিস্তার করছেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh