× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গবেষণায় অবদানের জন্য স্বর্ণপদক পেলেন বাকৃবির ৫ শিক্ষক

সিদ্ধার্থ চক্রবর্তী , বাকৃবি প্রতিনিধি। 

১১ নভেম্বর ২০২৪, ২০:৩৩ পিএম । আপডেটঃ ১১ নভেম্বর ২০২৪, ২০:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত

গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫ জন শিক্ষক স্বর্ণপদক লাভ করেছেন। তাঁদের মধ্যে চারজন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক’ এবং একজন শিক্ষক ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল’ অর্জন করেছেন। শনিবার (৯ নভেম্বর ২০২৪) ঢাকায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়।

জানা যায়, গত এক যুগে জীব বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণায় অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়েছ। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদকপ্রাপ্ত গবেষকগণের মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম (২০১৮), উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম.এ. রহিম (২০১২), সার্জারি ও অবস্ট্রেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী (২০১৭) এবং জুনিয়র ক্যাটাগরিতে এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান (২০১২) পুরষ্কার অর্জন করেছেন।

এছাড়া ২০১৫ সালের ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল’ পুরস্কার অর্জন করেছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. শাহজাহান।

আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত স্বর্ণ পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক ড. এম জাহিদ হাসান। সভাপত্বি করেন বিএএস এর প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। এ সময় বিএএস সচিব অধ্যাপক ড. হাসিনা খানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.