× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেপালে

আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিনিময় কার্যক্রমে এনএসইউ'র অংশগ্রহণ

১০ নভেম্বর ২০২৪, ১৯:২৮ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর স্থাপত্য বিভাগের শিক্ষকদের একটি দল ও আর্ট এবং ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীরা নেপালের কাঠমান্ডুতে ১৩ তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে। সেই সাথে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষা বিনিময় কার্যক্রমেও তারা অংশগ্রহণ করেন। শিক্ষকদের এই দলে আছেন অধ্যাপক ড: সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মুজতবা আহসান, সহকারী অধ্যাপক শাহরিয়ার ইকবাল রাজ ও প্রভাষক এ কে এম সালেহ আহমেদ অনিক। দলের প্রত্যেকে তাদের স্বীয় অভিজ্ঞতার মাধ্যমে এই আন্তর্জাতিক শিক্ষা বিনিময় প্রকল্পে অবদান রাখে।

ইন্টারন্যাশনাল ইন্ট্রার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন (আইআইইউপিই) অনেক বছর ধরে চলে আসা একটি আন্তর্জাতিক আয়োজন, যা এবার ৮-৯ নভেম্বর কাঠমান্ডুর সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজনে আগের সব রেকর্ড ভেঙে ৫০ টি দেশের ৪৫০ শিক্ষার্থীর ১৮ হাজার ছবি জমা পড়েছে। জমা হওয়া ছবিগুলোর আঙ্গিকগত বৈচিত্র্য এই আয়োজনের গভীরতাকে আরো বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আলোকচিত্রী ও লেখক জেফ গ্রিনোয়াল্ড ও ভিজ্যুয়াল আর্টিস্ট সারাহ নেলসন এই প্রদর্শনী উদ্বোধন করেন।

১০ নভেম্বর শিক্ষকদের দল কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে একটি শিক্ষা বিনিময়  কার্যক্রম পরিচালনা করেন। এতে ছিল বিষয়ভিত্তিক উপস্থাপনা ও জ্ঞান আদান প্রদানের ব্যাবস্থা। এছাড়াও এ কে এম সালেহ আহমেদ অনিক বক্তব্য রাখেন বায়ো কোডিং এর উপরে। এই বক্তৃতার মাধ্যমে তিনি তুলে ধরেন মানুষ, জীব ও কৃত্রিম বুদ্ধিমত্তার এর মধ্যকার সম্পর্ক ও এটি কীভাবে স্থাপত্য নকশা ও পরিবেশগত নকশায় কাজে লাগানো যায়, তা কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাখ্যা করেন। সেই সাথে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান ডঃ বিন্দু শ্রেষ্ঠা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর স্থাপত্য বিভাগের প্রধান শাহরিয়ার ইকবাল রাজ এই দুই প্রতিষ্ঠানের ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগগুলো খতিয়ে দেখেন। তাদের আলোচনায় গুরুত্ব পেয়েছিল যৌথ গবেষণা প্রকল্প, প্রাতিষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন, এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও সংযোগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.