× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনএসইউতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট’ অনুষ্ঠিত

০৭ নভেম্বর ২০২৪, ১৭:৩২ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল ক্লাবের বার্ষিক আয়োজন ‘ফার্মা ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ০৬ ও ০৭ নভেম্বর, ২০২৪ দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বছরের ফার্মা ফেস্টের থিম ছিল “ফার্মা ফেস্ট ২০২৪ - হোয়ার দা ফিউচার অব হেলথকেয়ার মিটস ইনোভেশন” – যা ফার্মাসিস্টদের উদ্ভাবনী চিন্তা ব্যবহারের মাধ্যমে সমাজ ও বিশ্বকে একটি নিরাপদ রোগমুক্ত ভবিষ্যৎ প্রদানের সংকল্পকে তুলে ধরে।

ইভেন্টটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.সি.আই লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এম মহিউজ্জামান। তিনি বলেন, “সাধারণ একঘেয়েমি জ্ঞানার্জনের মনোনিবেশ না করে ঔষধের পাশাপাশি রোগবিষয়ক ও রোগনির্ণয় বিষয়ক জ্ঞানার্জনও আবশ্যক। আমি আশা করি এই ফেস্টটি ভবিষ্যতে ফার্মাসিস্টদের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।”

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনো ড্রাগস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফিন রাফি আহমেদ এবং ওরিওন ফার্মা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জারিন করিম।

ফার্মা ফেস্ট ২০২৪-এর একাদশ আসরের শিরোনাম স্পন্সর ছিল টেকনো ফার্মাসিউটিক্যালস। কো-স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং ফার্মা অলিম্পিয়াডের স্পনসর ছিলো রেনেটা লিমিটেড।

এই ইভেন্টটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে যুক্ত হওয়ার একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
এর সাথে, এই বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বৈজ্ঞানিক প্রদর্শনী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোস্টার প্রেজেন্টেশন, ফার্মা অলিম্পিয়াড, এবং বিতর্ক প্রতিযোগিতার মতো বিভিন্ন কার্যক্রমের উপস্থিতি শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয়।

ইভেন্টের উদ্বোধনী দিনে শিক্ষার্থীরা ফার্মা অলিম্পিয়াড এবং ফার্মা বিতর্কে অংশ নেয়। ৭ই অক্টোবর, অতিথিরা তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান অতিথিদের স্বাগত জানিয়ে ফার্মা ফেস্ট ২০২৪-এর শুরু ঘোষণা করেন। বিশেষ অতিথি, এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান বলেন, “আমরা ফার্মাসিস্টদের উদ্ভাবন উদযাপন করি। ফার্মা ফেস্ট শুধু ফেস্ট নয়, মহান জ্ঞানের মিলনমেলা।”

এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী তার অনুপ্রেরণামূলক চিন্তাধারা তুলে ধরেন। তিনি বলেন “ফার্মফেস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির সবচেয়ে চমৎকার কার্যক্রমের একটি।”

স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সাইন্সেসের ডিন ড. দীপক কুমার মিত্র এই আয়োজনে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ক্লাসে অনেক প্রকার শিক্ষাই অর্জন করা যায় না, ফেস্টটি বিভিন্ন ধরণের জ্ঞানার্জনের একটি সুবর্ণ সুযোগ।”
অবশেষে, ফার্মা ফেস্ট ২০২৪-এর ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এনএসইউপিসি-র ফ্যাকাল্টি এডভাইজার জুনায়েত হোসেন খান প্রতিভাবান পাবলিকেশন দলের দ্বারা পুরোপুরি ডিজাইনকৃত মনোরম ম্যাগাজিনটি উন্মোচন করেন।

এরপর, শিক্ষক ও অতিথিরা ইভেন্টের অংশ হিসেবে প্রদর্শিত সকল বৈজ্ঞানিক স্টল এবং পোস্টার পরিদর্শন করেন। ইভেন্টে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রদর্শনীও ছিল।

এই ইভেন্টটি একটি বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে সংগীত, নাটক, “দ্য ফার্মা ওয়াক” শিরোনামে ফ্যাশন শো এবং বিখ্যাত মিউজিক্যাল ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পরিবেশনা ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.