× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইবিতে নবীনদের বরণ করে নিলো সাংবাদিকতা বিভাগ

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

০২ নভেম্বর ২০২৪, ১৮:৩৩ পিএম

ছবিঃ নূর ই আলম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। এসময় নবাগত নান্দীপাঠ এবং ফুল দিয়ে নবীনদের স্বাগত জানায় বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) দুপুরে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠানটি আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিস সহকারী এবং প্রায় শতাধিক শিক্ষার্থী।

এসময়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, জুলাইয়ের বিপ্লবে ছাত্রদের পরে আর যাদের অবদান সব থেকে বেশি তারা হলো সাংবাদিক। কারণ তাদের মাধ্যমেই আমরা ঘটে যাওয়া সত্যকে জানতে পেরেছি, ঐক্যবদ্ধ হতে পেরেছি। আর আমি এই সাংবাদিকতা বিভাগের সভাপতি হতে পেয়ে আসলেই নিজেকে ভাগ্যবান মনে করছি। তবে আমি চাই আগামীতে আমার বিভাগের শিক্ষার্থীরা এক একজন নিষ্ঠাবান এবং সত্য অনুসন্ধানী সাংবাদিকে পরিণত হবে।

এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন। সবশেষে শিক্ষার্থীদের মাঝে ঐক্যবদ্ধতার প্রতিষ্ঠা করতে বলেন এবং বিভাগটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.