× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবি

সমন্বয়ক পরিচয়ে নবীন শিক্ষার্থীকে হেনস্থা!

ব্যবস্থা নিবে প্রশাসন

জাহিদ হাসান, জবি প্রতিনিধি।

২২ অক্টোবর ২০২৪, ১৬:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানের বিরুদ্ধে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভুগী বিশ্ববিদ্যালয় দিবসে শহীদ মিনারে বসে ছিলেন অভিযুক্ত জাহিদ তাকে পরিচয়ের নামে উত্তপ্ত করেন এর এক পর্যায়ে ভুক্তভোগীর ফোন কেড়ে নেওয়া হয়।

আরও জানা যায়, ভুক্তভোগীর প্রফাইলেও অভিযুক্ত শিক্ষার্থী খারাপ ভাষায় ম্যাসেজ দেয়। এবং নিজেকে সমন্বয়ক পরিচয় দেয়। পরবর্তী এক পর্যায়ে ভুক্তভোগী প্রক্টর অফিসে জানাতে বাধ্য হন।

অভিযুক্ত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, "আমি অন্যায় করেছি আমার ভুল হয়েছে এইরকম আর কোনদিন হবে না। "

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো তাজাম্মুল হক বলেন, 'আমরা অভিযোগপত্র পেয়েছি। এবং এর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.