জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফারহান আহসান চৌধুরীর ঝুলন্ত মরদেহ রাজধানীর খিলগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় খিলগাঁওয়ের উত্তর গোড়ানের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফারহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ফারহানের মামা ফাহিম ফয়সাল জানান, 'ও বিকাল ৪ টার সময় দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকির পরে দরজা না খোলায় দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখি ফারহান ফ্যানের সাথে বেল্ট প্যাচিয়ে ঝুলে আছে। কি কারণে ফারহান এইরকম কাজ করেছে আমি বলতে পারবো না।'
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, 'আমরা পুলিশকে জানিয়েছি। লাশ মর্গে রয়েছে। বুধবার ময়নাতদন্ত হবার কথা রয়েছে। পরিবার বলেছে আত্মহত্যা করেছে।'
তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য গভীর শোক প্রকাশ করেছেন।