শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১০ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের কার্যক্রম চালু থাকবে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ১০ই অক্টোবর হতে ১৭ই অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৩. ১৫ ও ১৬ই অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিস্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয় হল বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও পূর্বের মত হলের সব কার্যক্রম চলমান থাকবে।