× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১০ অক্টোবর থেকে জবি'তে ১০ দিনের ছুটি ঘোষণা

জাহিদ হাসান, জবি প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৪, ২০:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১০ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের কার্যক্রম চালু থাকবে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ১০ই অক্টোবর হতে ১৭ই অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৩. ১৫ ও ১৬ই অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিস্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।

বিশ্ববিদ্যালয় হল বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও পূর্বের মত হলের সব কার্যক্রম চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.