× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবিতে জেইউডিও সংলাপ অনুষ্ঠিত

রবিউল ইসলাম, জাবি প্রতিনিধি।

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৮ পিএম

ছবিঃ রবিউল ইসলাম।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে দেশের শীর্ষস্থানীয় চিন্তক এবং একটিভিষ্টদের উপস্থিতিতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: অভিঘাত ও উত্তরণ' শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 

সংলাপে উপস্থিত ছিলেন টিআইবির সহ-সমন্বয়ক ও সময় টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিকের সঞ্চালনায় সংলাপে আলোচক হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ডালিয়া, আইনজীবি মানজুর আল মতিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অ্যাক্টিভিস্ট তুহিন খান ও  বিবিসির সাংবাদিক মুকিমুল আহসান হিমেল৷ 

আয়োজকরা জানান, বুদ্ধিবৃত্তিক ও মননশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের পটভূমি, ঘাত-প্রতিঘাত, অভিঘাত ও উত্তরণের পথ পরিক্রমা নিয়ে আলোচনার জন্যই এ সংলাপের আয়োজন করা হয়েছে। বিতর্ককে হাতিয়ার হিসেবে ধরে যৌক্তিক মানুষ গড়ে তোলার লড়াইয়ের ধারাবাহিকতায় জেইউডিও'র এবারের এ আয়োজন। 

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি প্রাপ্তি তাপসী বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন এ যাত্রায় চিন্তকদের পরিকল্পনা এবং চিন্তাভাবনার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংযোগ ঘটাতে আমাদের এ আয়োজন। শিক্ষার্থীরা এ আয়োজন খুব উপভোগ করেছে। 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) ক্যাম্পাসে বিতর্ক চর্চার পাশাপাশি মুক্তবুদ্ধির চর্চায় বছরব্যাপী নানা আয়োজন করে থাকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.