জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হকে প্রক্টর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হককে ১৯ সেপ্টেম্বর থেকে দুই বছরের জন্য প্রক্টর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই বিধি মোতাবেক কার্যভারভাতা ও পদের অন্যান্য সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট স্বৈরাচার পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং সকল সহকারী প্রক্টর পদত্যাগ করেন।