× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবির খালি আসনে পুনরায় ভর্তির সূযোগ পাচ্ছে ৫২ জন

জাবি প্রতিনিধি।

১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে ৫২ টি আসনে খালি রয়েছে। খালি থাকা আসনগুলোতে পুনরায় ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রর ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।

ভর্তি পরিচালনা কমিটির তথ্য মতে, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে (এ ইউনিট) ছাত্রদের ১৭টি ও ছাত্রীদের ৮টি, সমাজবিজ্ঞান অনুষদে (বি ইউনিট) ছাত্রদের ৩টি ও ছাত্রীদের ১টি, কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ছাত্রদের ৭টি ও ছাত্রীদের ১০টি, জীববিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) ছাত্রদের ৩টি ও ছাত্রীদের ২টি করে আসন ফাঁকা আছে। এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে (সি ১ ইউনিট) ছাত্র ১টি আসন ফাঁকা রয়েছে।

আলী রেজা বলেন, এ পর্যন্ত আমরা তিন ধাপে ভর্তি নিয়েছি। চূড়ান্ত ভর্তির পর এখনো মোট ৫২ টি আসন ফাঁকা রয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটিতে ফাঁকা আসনে ভর্তির সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, অপেক্ষমাণ তালিকা থেকে ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৫ সেপ্টেম্বর ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ১৭ ও ১৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া আগামি ২৫ সেপ্টেম্বর ভর্তি নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.