× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবি

লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি।

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৮ পিএম

ছবিঃ জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ এবং  অবিলম্বে জাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মানববন্ধনে আহসান লাবিব এর সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দীন আয়ান বলেন, জাবির এই ৭০০ একরে আমরা রাজনীতি দেখতে চাই না। আমরা ২৪ এর গণ অভ্যুত্থান এর স্পিরিটকে আমরা নষ্ট হতে দেব না। আপনারা জানেন ছাত্রলীগকে বিতাড়িত করতে আমাদের সময় লাগেনি আবার যদি ক্যাম্পাসে  কোনো দল যদি দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি করার পায়তারা করে তাহলে তাদেরকে বিতাড়িত করতে আমাদের সময় লাগবে না। এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তা নির্ধারন করবে বর্তমান শিক্ষার্থীরা। সেই সাথে বলতে চাই আমরা কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি চাই না। আমরা নব নিযুক্ত উপাচার্যের  কাছে আহবান জানাতে চাই যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি নিষিদ্ধ করে জাকসু নির্বাচনের ব্যাবস্থা করুন।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি আমাদের কি দিয়েছে শিক্ষার্থীদের, এরা কখনো ছাত্রদের অধিকারের বিষয়ে কথা বলে নাই,  এরা ক্যাম্পাসের কল্যানে কোনো কাজ করে নাই, এই রাজনীতি শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত করেছে, গনরুমের মতো নোংরা সংস্কৃতি তৈরি করেছে, দলীয় শিক্ষক রাজনীতি আমাদের শরীরে বুলেট উপহার দিয়েছে, তাই এই রাজনীতি আমরা চাই না। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি ক্যাম্পাসে যদি সবরকম দলীয় রাজনীতি বন্ধ হয়ে যায় তাহলেই আমাদের ক্যাম্পস নিরাপদ থাকবে। তাই ভিসি মহোদয়কে বলতে চাই যত দ্রুত সম্ভব সিন্ডিকেটে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করেন এবং জাকসু নির্বাচনের ব্যাবস্থা করুন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.