× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ-ভারত সীমান্তে স্বর্ণা হত্যার প্রতিবাদে বুটেক্সে বিক্ষোভ

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৪ পিএম

ছবিঃ আলভী আহমেদ

সীমান্তে শিশু হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও' ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। আজ (৮ সেপ্টেম্বর) দুপুর ১:১৫ টায় শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করেন এবং পরে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল  করেন।

এ সময় শিক্ষার্থীরা 'ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও', 'ভারতের দালালেরা হুশিয়ার, সাবধান', 'তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ', 'দিল্লী না ঢাকা? ঢাকা,ঢাকা', 'দিল্লীর দালালেরা হুশিয়ার সাবধান',  'আমার নদীর অধিকার, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও', 'সীমান্তে যখন মানুষ মরে, আবরার তোমাই মনে পড়ে', ' তুমি কে? আমি কে? স্বর্ণা দাস স্বর্ণা দাস', 'পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি' সহ বিভিন্ন স্লোগান দেন। স্বর্ণা দাস থেকে ফেলানী হত্যাসহ সকল সীমান্ত হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন শিক্ষার্থীরা।

৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো: রাকিব সরদার বলেন, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইন অনুযায়ী তার বিচার করা যায়।  কিন্তু তা না করে বিএসএফ নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করে।  বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। ভারত বাংলাদেশের প্রতিবেশী হয়েও সীমান্তে প্রতিনিয়ত তুচ্ছ কারণ দেখিয়ে বাংলাদেশিদের হত্যা করে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামক এক বাংলাদেশী নিহত হয়। গত এক যুগেরও বেশি সময় ধরে প্রায় পাঁচশতাধিক   বাংলাদেশি বিএসএফের গুলিতে বা নির্যাতনে মারা গেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.