× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মো. রিয়াজুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি।

২০ আগস্ট ২০২৪, ১৫:২২ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৪, ১৫:২৩ পিএম

ছবিঃ মো. রিয়াজুল ইসলাম

নাটোরের বাগাতিপাড়ার জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হাজেরা খাতুনের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে ওই বিদ্যালয় থেকে জামনগর বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ সময় ছাত্রছাত্রীরা ‘এক দফা এক দাবি, হাজেরার পদত্যাগ’সহ নানা শ্লোগানে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন ওই প্রধান শিক্ষিকা। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নানা অনিয়ম দুর্নীতি করেন তিনি। এছাড়া প্রধান শিক্ষিকা কখনো শ্রেণিকক্ষে পাঠদান করতেন না। এমনকি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে শাস্তিমূলক টিসি দিতেন। অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন ওই প্রধান শিক্ষিকা।

বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি বেল্লাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে বলে শুনেছি। আমি বিদায় নেয়ার পর এখনো কোনো কমিটি গঠন করা হয়নি। প্রধান

শিক্ষিকার অর্থ আত্মসাৎ নিয়ে তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর কোনো অনিয়ম হয়নি। পরবর্তীতে কি হয়েছে জানা নাই। তবে বিভিন্ন মহল ইন্ধন দিচ্ছে মানববন্ধনে। প্রধান শিক্ষিকা মোছা. হাজেরা খাতুন বলেন, আমার বিরুদ্ধে অনিয়ম- দুর্নীতির অভিযোগের বিষয়টি একেবারেই মিথ্যা। ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আর বিষয়টি নিয়ে তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.