চলমান পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রবিবার (৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খুলছে না।
আজ (৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে গত ৩১ জুলাই নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের সব (১২টি) সিটি করপোরেশন এবং সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ৪ আগস্ট রবিবার থেকে চালুর নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রাথমিক বিদ্যালয় ছাড়াও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল।
পরবর্তীতে, ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয় তাদের অধীনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।