× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবির সঙ্গে হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

জাবি প্রতিনিধি

০৮ মে ২০২৩, ০৭:৫২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাথে দ্যা হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৮ মে) দুপুর ১২টায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় জাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং দ্যা হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ্যাপ্লাইড সোস্যাল সায়েন্সেস এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান এরিক উইং হং চু স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তিতে উল্লেখ করা হয়, জাবির সরকার ও রাজনীতি বিভাগের সঙ্গে দ্যা হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড সোস্যাল সায়েন্সেস এর শিক্ষক-শিক্ষার্থীগণ দ্বি-পাক্ষিক শিক্ষা, গবেষণা-প্রকাশনা, সেমিনার ইত্যাদি কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ, সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান তারানা বেগম, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মো. শামছুল আলম, অধ্যাপক সামসুন্নাহার খানম, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, ড. মো. ফরিদ হোসেন, কামরুল হাসান, দ্যা হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড সোস্যাল সায়েন্সেস গবেষণা সহকারী ড. হারবেরি চিয়াং প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.