× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিলেন অর্ধশত শিক্ষার্থী

হালিম মোহাম্মদ

৩০ এপ্রিল ২০২৩, ০৭:২৭ এএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বেশ কয়েকটি কেন্দ্রীয় কারাগারে অর্ধশত বন্দি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা দিয়েছেন। 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদেশে অনুষ্ঠিত এসএসসি অনুষ্ঠিত হয়। কারাগারে আটক থেকে সরকার তাদেরকে পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছেন। কারা সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ১৩ জন বন্দি এসএসসি পরীক্ষা দিয়েছেন। কারা অভ্যন্তরে কনফারেন্স কক্ষে তাদেরকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। 

এ বিষয়ে কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র রায় সংবাদ সারাবেলাকে বলেন,‘আমাদের কারাগারে ১৩ জন বন্দি এসএসসি পরিক্ষার্থী রয়েছে। তাদেরকে কারা কনফারেন্স রুমে পরিক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে। এ সময় একাধিক শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারায় ছিলেন। সন্তোষজনক ভাবে তারা পরীক্ষা দিতে পেরেছে।’ 

এছাড়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় ৪টি কারাগারে আটক মোট ১৯ জন এসএসসি পরিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পেরেছেন। কারাগারগুলো হচ্ছে, কাশিমপুর ১, ২, হাই সিকিউরিটি এবং কেন্দ্রীয় মহিলা কারাগার। এই ১৯ জন পরীক্ষার্থী সংশ্লিষ্ট ৪টি কারাগারে আটক রয়েছেন। তিনজন নারী বন্দিসহ মোট ১৯ জন এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেল সুপার মিজানুর রহমান। 

এছাড়া গাজীপুর জেলা কারাগার, নরসিংদী জেলা কারাগার, নারায়নগঞ্জ জেলা কারাগার, মুন্সিগঞ্জ জেলা কারাগার এবং মানিকগঞ্জ জেলা কারাগারে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

প্রত্যেক কারাগারে আটক ২ থেকে তিনজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে সক্ষম হয়েছে। কারা অভ্যন্তরে এসএসসি পরীক্ষায় শিক্ষক, পুলিশ ও শিক্ষা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের অতিরিক্ত আইজি প্রিজন্স আবরার হোসাইন।    

অপরদিকে গাইবান্ধা গাইবান্ধা জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা দিয়েছেন জেলার চার শিক্ষার্থী। তারা কারাগারের একটি কক্ষে বসে সকাল ১০টায় শুরু হওয়া বাংলা প্রথম পত্রের (আবশ্যিক) পরীক্ষায় অংশ নেয়।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী চার পরীক্ষার্থী গাইবান্ধা জেলা কারাগারে বসে পরীক্ষায় অংশ নিয়েছেন। কারাগারের একটি কক্ষে একজন শিক্ষকসহ পুলিশ পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করছে। নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ ও শেষ করতে কারাগরের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। তারা নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছেন। 

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের আজাদ আকন্দের ছেলে নাহিদ আকন্দ, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামের কালাম শিকদারের ছেলে কাওসার শিকদার, সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ও একই উপজেলার একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বাদশা মিয়া। 

তাদের মধ্যে নাহিদ সাদুল্লাপুরের ইদরাকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী ছিল। কাওসার শিকদার একই উপজেলার রসুলপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সে নলডাঙ্গা ডব্লিউ সি উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী ছিল। 

এ ছাড়া রাজ্জাক ও বাদশা মিয়া সুন্দরগঞ্জের এম সি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দুজনে ধর্মপুর ডি.ডি এম উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে নাহিদ ও কাওসার সিকদার চলতি বছরের একটি হত্যা মামলার আসামি। 

অপর দুজন রাজ্জাক ও বাদশা মিয়া অপহরণের পর হত্যা মামলার আসামি।

জেলায় ৭৩টি কেন্দ্রের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭৩ জন। এর মধ্যে এসএসসি ২৭ হাজার ৩৪৭, দাখিল ৪ হাজার ৯১৯, ভোকেশনাল ২ হাজার ৭৫২ ও দাখিল-ভোকেশনাল ৫৫ জন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.